অস্ট্রিয়ায় লকডাউন, টিকা বাধ্যতামূলক

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 14:42:57

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ইউরোপের দেশ অস্ট্রিয়ায় লকডাউন দেওয়া হয়েছে।

শুক্রবার (১৯ নভেম্বর) অস্ট্রিয়ার চ্যান্সেলর আলেকজান্ডার শ্যালেনবার্গ এ ঘোষণা দিয়েছেন।

দেশের টিকাহীনদের ইতিমধ্যেই অপ্রয়োজনীয় উদ্দেশ্যে তাদের বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে।

চ্যান্সেলর আলেকজান্ডার শ্যালেনবার্গ বলেন, সোমবার থেকে এই লকডাউন পুরো দেশে কার্যকর হবে। লকডাউনটি সর্বোচ্চ ২০ দিন স্থায়ী হবে।

তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারি থেকে অস্ট্রিয়াতে কোভিড টিকা বাধ্যতামূলক হবে।

অস্ট্রিয়ার জনসংখ্যার প্রায় ৬৫% টিকার দুই ডোজ নিয়েছেন। যা ইউরোপীয় ইউনিয়নের নিম্ন হারের মধ্যে একটি।

সাম্প্রতিক সময়ে করোনাভাইরাসের রেকর্ডসংখ্যক সংক্রমণের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চ্যান্সেলর আলেকজান্ডার শ্যালেনবার্গ। এ কারণে, দেশটির সালজবার্গ শহরেও জারি করা হতে পারে লকডাউন। শ্যালেনবার্গ বলেন, টিকা নিতে যারা ভয় পাচ্ছেন কিংবা খামখেয়ালি করছেন-তাদের জন্য দেশের দুই-তৃতীয়াংশ মানুষকে আমরা ভোগান্তির মুখে ফেলতে চাই না।

এ সম্পর্কিত আরও খবর