সোমালিয়ায় বিস্ফোরণে ৫ জনের মৃত্যু

আফ্রিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 03:59:25

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ২৩ জন। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ভোরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা গুলির শব্দ শুনেছেন।

আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের পরিচালক আবদিকাদির আবদিরহমান জানিয়েছেন, এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় আরও ২৩ জন আহত হয়েছে।

বিস্ফোরণস্থলের নিকটবর্তী একটি হাসপাতালের নার্স মোহাম্মদ হুসেন রয়টার্সকে বলেছেন, তারা বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠেছিল।

তিনি জানান, বিস্ফোরণে ধসে পড়া ভবনের ছাদের ধ্বংসস্তূপ থেকে তাকে টেনে বের করা হয়েছে। আমাদের হাসপাতালের দেয়াল ভেঙে পড়েছে। হাসপাতালের উল্টোদিকে একটি স্কুলও ভেঙে পড়েছে। এখনো জানি না কতজন মারা গেছে।

সোমালিয়ার সশস্ত্র গোষ্ঠী আল-শাবাব প্রাণঘাতী হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটির সামরিক অভিযানের মুখপাত্র শেখ আবদিয়াসিস আবু মুসাব রয়টার্সকে বলেছেন, বিস্ফোরণটি জাতিসংঘের একটি কাফেলাকে লক্ষ্য করে করা হয়েছিল।

এ সম্পর্কিত আরও খবর