হাউস ডেমোক্র্যাটদের, সিনেট ট্রাম্পের!

আমেরিকা, আন্তর্জাতিক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 04:11:12

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের দুবছরের শাসনামলের উপর ইতিমধ্যেই  রায় দিয়েছে মার্কিন জনগণ।

যদিও বেশ কিছু প্রদেশে এখনও ভোটগ্রহণ বাকী রয়েছে। সব প্রদেশে ভোট গ্রহণ শেষ হলে বুধবার (৭ নভেম্বর) রাত ১১টা (মার্কিন সময়নুযায়ী) এই ভোটের ফলাফল  ঘোষণা করা হবে।

গত দুই বছরের ট্রাম্পের শাসনামলে নেওয়া  প্রশাসনের পদক্ষেপগুলোর উপর দেশটির জনগণ খুশি নন-তা মঙ্গলবারের (৬ নভেম্বর) মধ্যবর্তী এই নির্বাচনের ভোটে অনেকটা অনুমান করা যাচ্ছে বলে দাবি করছে মার্কিন গণমাধ্যমগুলো।

তবে ট্রাম্প সরকার  ‘হাউস অব রিপ্রেজেন্টিটিভ’র ক্ষমতা হারাতে যাচ্ছে বলেও দাবি করছে দেশটির জনগণ ও গণমাধ্যম।

‘হাউস অব রিপ্রেজেন্টিটিভ’এ ৩৯ টি আসনের মধ্যে ২৩ আসনে জিতলেই হাউসের নিয়ন্ত্রণ নিতে পারবে বিরোধীদল ডেমোক্র্যাটরা। দলটি যে হাউসে ন্যূনতম ২৩ আসনে জিততে যাচ্ছে তা –দেশটি গণমাধ্যম দাবি করা শুরু করেছে।

তবে সিনেটে ট্রাম্প সরকারের ক্ষমতা অব্যাহত থাকবে বলেও গুঞ্জন রয়েছে। সাধারণত প্রেসিডেন্ট নির্বাচনের সময় ভোটারদের যে ধরণের অংশগ্রহণ দেখা যায় তার তুলনায় মধ্যবর্তী নির্বাচনে ভোটারের উপস্থিতি কম ছিলো।

ইতিমধ্যেই সাড়ে তিন কোটি জনগণ তাদের ভোট প্রদান করেছেন। তবে ১২টি প্রদেশে ভোটগ্রহণ যন্ত্রে সমস্যা দেখা দিয়েছে বলে জানায় দেশটির জাতীয় নিরাপত্তা বিভাগ।

এ সম্পর্কিত আরও খবর