কর্ণাটকে ওমিক্রন শনাক্ত

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 13:48:46

ভারতে প্রথমবারের মতো করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছে। দেশটির কর্ণাটক রাজ্যে দুইজনের দেহে শনাক্ত নতুন এই ভাইরাস।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এক সাংবাদিক বৈঠক বলা হয়, আক্রান্তদের একজনের বয়স ৬৬ বছর, অপরজনের ৪৬ বছর।

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন বিশ্বকে অত্যন্ত উচ্চ ঝুঁকিতে রেখেছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

প্রসঙ্গত, ওমিক্রন গত ২৪ নভেম্বর প্রথম দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়। তারপর অন্যান্য দেশে শনাক্ত হয়েছে নতুন এই ভ্যারিয়েন্ট। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে এরইমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। উদ্বিগ্ন বিজ্ঞানীরাও। তারা বলছেন, করোনাভাইরাস ব্যাপকভাবে রূপান্তরিত হয়ে নতুন এই রূপ নিয়েছে। এটি মারাত্মক হুমকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

এ সম্পর্কিত আরও খবর