অগ্নিদগ্ধ বিপিন রাওয়াত, স্ত্রীর জীবন সংকটাপন্ন

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 00:28:30

ভারতের তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াত। তবে তার স্ত্রী মধুলিকার জীবন সংকটাপন্ন বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার।

বুধবার (০৮ ডিসেম্বর) তামিলনাড়ুর কনোর অঞ্চলে বিপিন রাওয়াতকে বহনকারী এমআই- ১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন পাঁচজন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটিতে বিপিন রাওয়াতসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ছিলেন। সুলুর সামরিক ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই হেলিকপ্টারটি নীলগিরিতে বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি ওয়েলিংটন প্রতিরক্ষা ঘাঁটির দিকে যাচ্ছিলো। দুর্ঘটনাস্থল থেকে বিপিনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হেলিকপ্টাররে প্রায় ১৪ জন আরোহী ছিলেন। দেশটির একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত নিহত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।আহতদের নীলগিরির ওয়েলিংটন সেনানিবাসে নিয়ে যাওয়া হয়েছে।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বিপিন রাওয়াতের সঙ্গে তার কর্মী এবং পরিবারের সদস্যরা এমআই-সিরিজ হেলিকপ্টারে ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর