লেবাননে শরণার্থী শিবিরে শক্তিশালী বিস্ফোরণ, হতাহত বহু

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 16:55:03

লেবাননের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বহু হতাহত হয়েছে বলে খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।

ফিলিস্তিনির সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার (১০ ডিসেম্বর) লেবাননের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী টায়ার শরণার্থী শিবিরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে সেখানে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের অস্ত্রের গুদাম ছিল। এ ঘটনায় প্রশাসন জরুরি ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সি।

হামাসের ঘনিষ্ঠ ফিলিস্তিনি বার্তা সংস্থা শেহাব নিউজ এজেন্সি জানিয়েছে, করোনা মোকাবিলায় ব্যবহারের জন্য সংরক্ষিত অক্সিজেন ক্যানিস্টার থেকে এ দুর্ঘটনা ঘটেছে। ব্রিটিশ সাময়িকী দ্য মিরর জানিয়েছে এই বিস্ফোরণে কমপক্ষে ১২ জন প্রাণ হারিয়েছে।

এনএনএ বলেছে, সেনাবাহিনী এলাকাটি ঘিরে রেখেছে, লোকজনকে ক্যাম্পে প্রবেশ বা বের হতে বাধা দিচ্ছে।

স্থানীয় মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, লেবাননের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী টায়ার শরণার্থী শিবিরে বেশ কয়েকটি ছোট উজ্জ্বল লাল ফ্ল্যাশ, তারপরেই একটি বড় বিস্ফোরণ ঘটে। এবং কাচ ভাঙার শব্দ পাওয়া যায়।

এ সম্পর্কিত আরও খবর