আরব বিশ্বের দেশ ইয়েমেনের মারিব এলাকায় সৌদি আরব সমর্থিত জোটের হামলায় ১৯০ হুথি বিদ্রোহী নিহত হয়েছেন।
শনিবার (১১ ডিসেম্বর) আল-আরব টিভির বরাত দিয়ে আরব নিউজ এ তথ্য জানিয়েছে।
সৌদি জোট জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের মারিব এলাকায় আরব জোট হুথিদের লক্ষ্য করে ২৬টি হামলা চালিয়েছে। এতে ১৯০-এর বেশি হুথি বিদ্রোহী নিহত হয়েছেন। পাশাপাশি ধ্বংস করা হয়েছে তাদের ২০টি সামরিক যান।
উল্লেখ্য, ২০১৪ সালে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করে দেশটির উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা। পরের বছর ইয়েমেনি সরকারকে সহযোগিতা এবং বিদ্রোহীদের দমনের লক্ষ্যে ইয়েমেন যুদ্ধে যোগ দেয় সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট।
সৌদি জোটের বিরুদ্ধে লড়তে হুথি বিদ্রোহীদের ইরান অর্থ ও অস্ত্র দিয়ে সহযোগিতা করছে বলে অভিযোগ করে আসছে রিয়াদ।