কলকাতায় শুরু হয়েছে সিটি ভোট

ভারত, আন্তর্জাতিক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কলকাতা | 2023-09-01 20:54:11

কলকাতা থাকবে কার দখলে? রোববার সকাল ৭টা কলকাতায় শুরু হয়ে গেছে সিটি নির্বাচন। ভোট হচ্ছে কলকাতার ১৬টি বোরর ১৪৪টি ওয়ার্ডে। করোনা পরিস্থিতির কারণে মেয়াদ উত্তীর্ণ হওয়ার প্রায় দেড় বছর পর সিটি ভোট হচ্ছে কলকাতায়। ফলে এই ভোট ঘিরে উত্তাপ চরমে। ভোট হচ্ছে মোট ৮ হাজার ৫৯৫ বুথে। ভোট দেবে কলকাতার ৪৮ লাখ ৪০ হাজারের বেশি ভোটার। ভোটের গণনা ২১ ডিসেম্বর।

কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে কলকাতা ভোট চেয়েছিল বিজেপি। তবে হাইকোর্ট ভোটের নিরাপত্তায় কলকাতা পুলিশের উপরই আস্থা রেখেছে। ফলে তিলোত্তমায় আজ শান্তিপূর্ণ ভোট করানোই চ্যালেঞ্জ পুলিশ-প্রশাসনের কাছে। তৎপর লালবাজার। সুষ্ঠু ভোটের লক্ষ্যে রাস্তায় রয়েছে ২৩ হাজার ৫০০ সশস্ত্র বাহিনী। আদালতের নির্দেশে সব বুথ, স্ট্রং রুম এবং গণনাকেন্দ্রে সিসিটিভি-র আওতাধীন। যদিও এদিন ভোট শুরুর আগেই শহরের বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। কোথাও বিরোধী এজেন্টদের বসতে বাধা দেওয়া, কোথাও আবার বিরোধী এজেন্টদের মারধরের অভিযোগ উঠছে। অভিযোগ শাসক দল তৃণমূলের দিকে।

পরিসংখ্যানের বিচারে, ২০১৫ সালে বিজেপি কলকাতা সিটি ভোটে ৭ ওয়ার্ডে জয় পেয়েছিল। ৭, ২২, ২৩, ৪২, ৭০, ৮৬, এবং ৮৭ নম্বর ওয়ার্ডে। পরে ৭ এবং ৭০ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর তৃণমূলে যোগ দেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফলের নিরিখে কলকাতার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ২২টি ওয়ার্ডে এগিয়ে ছিল বিজেপি। কিন্তু, ২০২১ সালের বিধানসভা ভোটের ফলাফলের নিরিখে শক্তিক্ষয় হয় বিজেপির। মাত্র ১২টি আসনে এগিয়ে ছিল তারা। কিন্তু, ভবানীপুর উপনির্বাচনের পর আরও ২টি কমে ১০টি ওয়ার্ডে এগিয়ে বিজেপি।

এই প্রেক্ষাপটে এবার ভোটে অ্যাডভানটেজ তৃণমূলের। আসন বৃদ্ধিই লড়াই রাজ্যের শাসক শিবিরের। অন্যদিকে ভোট বাড়ানোর চ্যালেঞ্জ বিজেপির। অস্বিত্ব জানান দেওয়ার সুযোগ বাম-কংগ্রেসের সামনে।

এ সম্পর্কিত আরও খবর