একের পর এক দুর্ঘটনায় ঘটে চলছে যুক্তরাষ্ট্রের প্রদেশ ক্যালিফোর্নিয়া। দুদিন আগেই প্রদেশটির একটি বারে সন্ত্রাসী হামলায় ১৩ জন নিহত হয়। এবার প্রদেশটিতে দাবানলে ৯জন নিহত ও কমপক্ষে দেড় লাখ মানুষ ঘরছাড়া হয়েছে।
শুক্রবার (৯ নভেম্বর) দুপুরের দিকে প্রদেশটির উত্তরাঞ্চলে লস অ্যাঞ্জেলসে এই দাবানলের উৎপত্তি হয়। এরপর সড়ক থেকে শুরু করে দাবানলের আগুন দ্রুত উপকূলীয় অঞ্চলসহ আশাপাশে ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা তাদের এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করে।
দাবানল ক্যালিফোর্নিয়ার অন্তত ১৪ হাজার একর জায়গা দখল করেছে। এতে বড় বড় স্থাপনা পুড়ে যাওয়ার পাশাপাশি দেড় লাখের মত মানুষ তাদের ঘর ছেড়ে রাস্তায় অবস্থান নেন।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস সেখানে পৌঁছালে ৫ জনের দগ্ধ মৃতদেহ উদ্ধার করে। এরপর আরো ৪জন মোট ৯ জন নিহত হয়েছে বলেপ্রদেশটির ফায়ার সার্ভিস বিভাগের অধিনায়ক জানায় ।
তিনি বলেন, ‘আগুন দ্রুতই এদিক ওদিক ছড়িয়ে গেছে। দাবানলের আগুন আমাদেরকে ঘিরে ফেলেছে। ক্যালিফোর্নিয়াতে আমরা শুধু একটি আগুনের বড় দেয়াল দেখছি। শহরটিতে এখন রাস্তা-ঘাট খুব একটা দেখা যাচ্ছে না।