ওমিক্রন: ইসরাইলিদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 01:34:42

করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রনের বিস্তার নিয়ে উদ্বেগের কথা জানিয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ‘নো-ফ্লাই’ লিস্টে অন্তর্ভুক্ত করেছে।

সোমবার (২০ ডিসেম্বর) ঘোষিত এ আদেশ ইসরায়েলের স্থানীয় সময় মঙ্গলবার রাত ১২টা থেকে কার্যকর হবে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা যুক্তরাষ্ট্র, ইতালি, বেলজিয়াম, জার্মানি, হাঙ্গেরি, মরক্কো, পর্তুগাল, কানাডা, সুইজারল্যান্ড ও তুরস্ককে তাদের ‘নো-ফ্লাই’ লিস্টে অন্তর্ভুক্ত করার পক্ষে ভোট দেয়।

এর ফলে, এসব দেশে যেতে চাইলে ইসরায়েলিদের বিশেষ অনুমতি নিতে হবে।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ওমিক্রন আক্রান্ত ১৩৪ রোগী শনাক্ত হয়েছে এবং আরও ৩০৭ জন করোনাভাইরাসের নতুন এ ভ্যারিয়েন্টটিতে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে।

সাউথ আফ্রিকার এই ধরন গত ২৪ নভেম্বর শনাক্ত হয়। এখন পর্যন্ত বিশ্বের ৮৯টি দেশে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি সতর্ক করেছেন, বড়দিনে অসতর্কভাবে ভ্রমণ প্রবণতা বাড়িয়ে তুলতে পারে ওমিক্রনের সংক্রমণ। এর ফলে হাসপাতালে রোগী ভর্তির চাপ বেড়ে যেতে পারে।

এ সম্পর্কিত আরও খবর