বিশ্বজুড়ে আতঙ্ক তৈরি করা করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে সুখবর দিল গবেষকরা। তারা বলছেন, ওমিক্রনে আক্রান্ত রোগীদের হাসপাতালে থাকার ঝুঁকি ডেল্টায় আক্রান্তদের তুলনায় ৪০ থেকে ৪৫ শতাংশ কম।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইমপিরিয়াল কলেজের প্রকাশিত গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে। গবেষকরা বলেছেন, যুক্তরাজ্যে ১ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে পাওয়া পিসিআর টেস্টের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ডেল্টার তুলনায় ওমিক্রনে সংক্রমিত হলে হাসপাতালে থাকার ঝুঁকি কম থাকে।
স্কটল্যান্ড ও যুক্তরাজ্যের প্রাথমিক গবেষণার ফলাফল থেকেও এমন তথ্য জানা গেছে। স্কটিশ গবেষণার সহলেখক জিম ম্যাকমানামান বলেন, পর্যবেক্ষণ, পরিসংখ্যান বিশ্লেষণের ভিত্তিতে এই সুখবর দেওয়া যায় যে ওমিক্রনে সংক্রমিত হলে হাসপাতালে থাকার ঝুঁকি কম।
যুক্তরাজ্যে আরেকটি গবেষণায় দেখা গেছে, ওমিক্রনে আক্রান্ত রোগীদের হাসপাতালে যাওয়ার ঝুঁকি ডেল্টার তুলনায় ২০ থেকে ২৫ শতাংশ কম।
ইমপিরিয়াল কলেজ লন্ডনের গবেষক আজরা ঘানি এক বিবৃতিতে বলেন, বুস্টার ডোজ টিকা হাসপাতালে যাওয়ার ঝুঁকি কমাতে পারে।
গত ২৪ নভেম্বর সাউথ আফ্রিকায় শনাক্ত হওয়া ওমিক্রন এখন বিশ্বের অন্তত ১০৬টি দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এটি ডেল্টা ভ্যারিয়েন্টের থেকেও অনেক বেশি দ্রুততার সাথে ছড়াচ্ছে। মাত্র তিনদিনের মধ্যে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে যাচ্ছে।
এদিকে ওমিক্রন সংক্রমণের ঊর্ধ্বমুখী হার নিয়ে ইউরোপ-আমেরিকাতেও উদ্বেগ তৈরি হয়েছে। ব্রিটিশ সরকারের পরামর্শদাতা বিজ্ঞানীরা বলছেন ভাইরাসের বিস্তার ঠেকাতে আরও কঠোর ব্যবস্থা না নিলে হাসপাতালগুলো বিশাল চাপের মুখে পড়বে।
তবে, এই গবেষণার ফলে মানুষের মনে স্বস্তি ফিরে আসতে পারে বলে মনে করছেন গবেষকরা। তারও এও বলেছেন এখনও আরও অনেক পরীক্ষা-নিরীক্ষার বিষয় রয়েছে।