পাঞ্জাবে আদালতে বিস্ফোরণে নিহত ২, আহত ৫

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 14:24:39

ভারতের পাঞ্জাব রাজ্যের লুধিয়ানা জেলার একটি আদালতে ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত দুই জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এছাড়া আরও পাঁচজন মারাত্মক আহত হয়েছেন। খবর এনডিটিভির।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টা ২২ মিনিটে আদালত ভবনের দ্বিতীয় তলার একটি বাথরুমে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এর তীব্রতা এতোটাই বিশাল ছিল যে বাথরুমের দেয়াল এবং আশেপাশের কক্ষের জানালার কাঁচ ভেঙে পড়ে।

আইনজীবীদের একটি অংশের ধর্মঘটের কারণে বৃহস্পতিবার খুব কম লোক আদালতে উপস্থিত ছিল। এলাকাটি পুলিশ ঘিরে রেখেছে এবং আদালত চত্বর খালি করা হচ্ছে।

পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এক টুইট বার্তায় বিস্ফোরণের ঘটনাটি ভালোভাবে তদন্ত কর দেখতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন। এই বিস্ফোরণে পাকিস্তান সমর্থিত একটি গোষ্ঠীর হাত থাকতে পারে বলে মনে করেন তিনি। এছাড়া তিনি হুমকি মোকাবিলায় ২৫ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) এবং সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মীদের ড্রোন ধ্বংসকারী গ্যাজেট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর