গ্রিসের দক্ষিণাঞ্চলের একটি উপকূলে নৌকাডুবিতে নারী-শিশুসহ ১৬ জন নিহত হয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) প্রত্যন্ত দ্বীপ অ্যান্টিকিথেরার উত্তরে এজিয়ান সাগরে নৌকাটি ডুবে যায়। একটি পাথরের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটেছে বলা জানা গেছে।
দেশটির কোস্টগার্ড জানিয়েছে, ওই এলাকা থেকে ১২ জন পুরুষ, তিন নারী ও এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
কোস্টগার্ড জানায়, তুরস্ক থেকে ইতালির উদ্দেশ্যে যাত্রা করা জাহাজটিতে ৮০ জন লোক ছিল বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবারের নৌকাডুবি ছিল এজিয়ান সাগরে এই সপ্তাহের দ্বিতীয় ঘটনা। এর আগে মঙ্গলবার রাতে দেশটির ফোলেগ্যান্ড্রোস দ্বীপে ৫০ জনকে বহনকারী আরেকটি নৌকাডুবে গিয়েছিল। ওই ঘটনায় অন্তত ৩ জন নিহত হয়। নিখোঁজ হয় কয়েক ডজন।
আফ্রিকা, মধ্যপ্রাচ্য ছাড়াও বিভিন্ন দেশের শরণার্থী এবং অভিবাসীদের ইউরোপে প্রবেশের অন্যতম প্রধান পথ গ্রিস। যদিও ২০১৫-১৬ সাল থেকে এই প্রবাহ কমে গেছে।