একশ বছরের দুঃসহ স্মৃতি স্মরণে

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক,বার্তা২৪.কম | 2023-08-27 22:33:15

১৯১৮ সালের ১১ নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধের ইতি টানে যুদ্ধে অংশগ্রহণকৃত দেশগুলো। তবে ২০১৮ সালে এসে সেই যুদ্ধ ১০০ বছরের বৃদ্ধ হলেও বিশ্বের মানুষজন এখনো যুদ্ধের ভয়াবহতা ভুলতে পারেনি।

রোববার (১১ নভেম্বর) প্রথম বিশ্ব যুদ্ধ শেষ হওয়ার ১০০ বছর পূর্তিকে কেন্দ্র করে ফ্রান্সের প্যারিসে জড়ো হয় বিশ্ব নেতারা। এখানে মূলত মর্মান্তিক এ যুদ্ধের বেদনাবিধূর স্মৃতিকে স্মরণ করেছে বিশ্ব নেতারা। প্রায় ৭০টি দেশের সরকার প্রধান ও বিশেষ ব্যক্তিবর্গ অনুষ্ঠানটিতে যোগ দেন।

যুদ্ধের সময়কার শ্ত্রু-মিত্র সবাই একদল হয়ে যুদ্ধে নিহত, ক্ষতিগ্রস্তদের আজ স্মরণ করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনল্ড ট্রাম্প, রাশিয়ার ভ্লামিদির পুতিন, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলসহ অন্যান্য দেশের নেতারা একই ক্যানভাসে দাঁড়িয়ে নিরবতাসহ অন্যান্য কর্মকাণ্ড পালন করেন।

দুঃসহ এ স্মৃতি সম্পর্কে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মরকেল বলেন, ‘এটা মনে রাখার মত কোন স্মৃতি নয়। কিন্তু, আমাদেরকে স্মরণ করতেই হবে’।

তবে ১৯১৪ সালে শুরু হওয়া যুদ্ধে পুরো বিশ্ব ধ্বংসযজ্ঞের এক তাণ্ডবলীলায় মেতে উঠে। তাণ্ডবে কীট-পতঙ্গের মত মানুষ জীবন ধ্বংস হয়। ভয়াবহ এ যুদ্ধের পরে জাতীয়তাবাদ ও কূটনৈতিক অস্থিরতার পাশাপাশি এখনো বিশ্বে যথার্থ শান্তি প্রতিষ্ঠা হয়নি।

এ সম্পর্কিত আরও খবর