কলকাতায় যুক্তরাজ্যের ফ্লাইট বন্ধ করছে পশ্চিমবঙ্গ

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 19:33:21

করোনার অতি সংক্রামক ধরন ওমিক্রনের শঙ্কায় কলকাতায় যুক্তরাজ্য থেকে আসা সব ফ্লাইট নিষিদ্ধ করতে চলেছে পশ্চিমবঙ্গ।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, আগামী ৩ জানুয়ারি থেকে বিমান চলাচলে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এতে যুক্তরাজ্য থেকে কলকাতায় ঢুকতে পারবে না কোনও ফ্লাইট।

বৃহস্পতিবার রাজ্যের কেন্দ্রীয় বিমান মন্ত্রী এ বিষয়ে চিঠি দিয়েছেন রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব বিপি গোপালিকা।

পশ্চিমবঙ্গে কোভিড সংক্রমণ বাড়ছে। সেখানে করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বুধবার এক বৈঠকে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের স্কুল-কলেজ বন্ধের ইঙ্গিত দেন। একই সঙ্গে মমতা কলকাতায় গণ্ডিবদ্ধ এলাকা (কন্টেনমেন্ট জোন) চিহ্নিত করার বিষয় নিয়েও নির্দেশ দেন।

বুধবার (২৯ ডিসেম্বর) শুধু কলকাতাতেই নতুন করে ৫৪০ জনের করোনা শনাক্ত হয়, যেখানে পুরো পশ্চিমবঙ্গে ১ হাজার ৮৯ জনের সংক্রমণ ধরা পড়ে।  

এ সম্পর্কিত আরও খবর