বিক্ষোভের মুখে কাজাখস্তানে সরকারের পতন

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 15:50:14

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের মুখে পদত্যাগ করেছে কাজাখস্তানের সরকার।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বুধবার (০৫ জানুয়ারি) কাজাখ সরকারের পদত্যাগের বিষয়টি স্বীকার করেছেন দেশটির রাষ্ট্রপতি কাসিম-জোমার্ট টোকায়েভ।

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কাজাখস্তানের বৃহত্তম শহর আলমাটির প্রধান চত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ ভয়াবহ রূপ ধারণ করে। ভাঙচুর অগ্নিসংযোগ সহ আরও বিভিন্ন ঘটনা ঘটতে থাকে চত্বর ও তার আশেপাশের এলাকাজুড়ে। মেয়র অফিসের দিকে আগাতে থাকা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করে পুলিশ । তারপরও কয়েক ঘণ্টা ধরে চলতে থাকে সংঘর্ষ।

এ সম্পর্কিত আরও খবর