ওমিক্রনে প্রথম মৃত্যু দেখল ভারত

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 01:19:41

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে ভারতে প্রথম একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (০৫ জানুয়ারি) দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে ওমিক্রনে ৭৩ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ভারতে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমণ বাড়ায় দেশটির বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে করোনা বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার পর্যন্ত ভারতে ২ হাজার ১৩৫ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ওমিক্রন শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে। সেখানে ৬৫৩ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। এরপরই দ্বিতীয় সর্বোচ্চ ওমিক্রন রোগী ৪৬৪ জন পাওয়া গেছে রাজধানী দিল্লিতে।

এ সম্পর্কিত আরও খবর