বাতাসে করোনা ছড়ানোর ৫ মিনিটে সংক্রমণ ক্ষমতা কমতে থাকে

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক,বার্তা২৪.কম | 2023-08-28 05:47:41

করোনা ভাইরাসের মানুষের শরীরে প্রবেশ করার ক্ষমতা খোলা বাতাসে আসার ৫ মিনিট পর থেকে কমতে শুরু করে, খোলা বাতাসের সংস্পর্শে আসার ২০ মিনিটের মধ্যে এটি ৯০% সংক্রমণের ক্ষমতা হারিয়ে ফেলে।

করোনা ভাইরাস নিয়ে নতুন করে গবেষণায় এই তথ্য দ্য গার্ডিয়ান রিপোর্ট থেকে জানা গেছে।

রিপোর্ট থেকে আরও জানা যায়, বাতাসের তাপমাত্রা ভাইরাসের সংক্রমণ ক্ষমতার কোন পার্থক্য তৈরি করতে পারে না, যা উচ্চ তাপমাত্রা উচ্চ তাপমাত্রায় সংক্রমণ কম হওয়ার ধারণাকে ভুল প্রমাণ করেছে।

ইউনিভার্সিটি অফ ব্রিস্টলের অ্যারোসল রিসার্চ সেন্টারের পরিচালক এবং গবেষণার প্রধান লেখক অধ্যাপক জনাথন রিড জানান, মানুষের সংস্পর্শে আসলেই এই রোগের ঝুঁকি সব থেকে বেশি থাকে।
তিনি বলেন,‘লোকেরা কম বায়ু চলাচলের স্থানগুলিতে মনোনিবেশ করেছে, একটি ঘরে বায়ুবাহিত সংক্রমণ সম্পর্কে চিন্তা করছে। আমি বলছি না যে এটি হয় না। তবে আমি মনে করি, আপনি যখন কারও কাছাকাছি থাকেন তখন সবচেয়ে বড় ঝুঁকি থাকে।'

এ সম্পর্কিত আরও খবর