করোনায় আক্রান্ত সুইডিস প্রধানমন্ত্রী

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 06:23:16

সুইডেনের সোশ্যাল ডেমোক্রেটিক প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার তার মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অ্যান্ডারসনের প্রেস সচিব সুইডেনের একটি বার্তা সংস্থাকে বলেছেন, প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসন কোভিড পজিটিভ হয়েছেন। তিনি চলমান বিধিনিষেধ মেনে চলবেন। পুরোপুরি সেরে না ওঠা পর্যন্ত তিনি বাসা থেকে কাজ চালিয়ে যাবেন।

অ্যান্ডারসন জানিয়েছেন, করোনা শনাক্ত হলেও তার শারীরিক অবস্থা ভালো। অ্যান্ডারসন সুস্থ বোধ করার কথা জানিয়েছেন।

জানা গেছে, দেশটির সংসদে গত সপ্তাহের শুরুতে এক বিতর্ক অনুষ্ঠানে যোগ দেন তিনি। পরে সেখানে অংশ নেওয়া বেশ কয়েকজন সংসদ সদস্যসহ ৫৪ বছর বয়সী অ্যান্ডারসনেরও করোনা শনাক্ত হয়।

এর আগে, চলতি মাসেই সুইডেনের রাজা, রানী ও ক্রাউন প্রিন্সেস করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে এখন পর্যন্ত ১৫ লাখ ৬০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে আর মৃত্যু হয়েছে ১৫ হাজার ৪৭০ জনের।

এ সম্পর্কিত আরও খবর