ট্রেন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল নর্থ কোরিয়া

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 20:51:32

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার পর এবার ট্রেন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে নর্থ কোরিয়া।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বছরের চলতি মাসে এ নিয়ে তিনবার মিসাইল ছুড়ল নর্থ কোরিয়া।

শনিবার (১৫ জানুয়ারি) ট্রেন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার তথ্য জানিয়েছে উত্তর কোরিয়া।

দেশটির সরকারি সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, ক্ষেপণাস্ত্রের আক্রমণের দক্ষতা পরীক্ষা এবং বিচার করাই ছিলে এই মহড়ার লক্ষ্য। এ মহড়ায় দুটি ক্ষেপণাস্ত্র পূর্ব সাগরে একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করেছিল।

দেশটির জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছেন, উত্তর পিওনগান রাজ্যের পূর্বাঞ্চল এলাকা থেকে দুটি স্বল্পমাত্রার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উত্তর-দক্ষিণ উপকূলে ছোড়া হয়েছে।

সাউথ কোরিয়ার ইয়োনহ্যাপ নিউজ এজেন্সি জানিয়েছে, নর্থ কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষাগুলো ৩৬ কিলোমিটার উচ্চতা দিয়ে প্রায় ৪৩০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এই ক্ষেপণাস্ত্রের গতি শব্দের গতির চেয়েও ছয় গুণ বেশি।

এ সম্পর্কিত আরও খবর