সিঙ্গাপুরে চাকরি ঝুঁকিতে টিকাবিহীন ৪৮ হাজার কর্মী

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-08-26 16:36:02

টিকা না নেওয়ায় চাকরি হারাতে পারেন সিঙ্গাপুরের প্রায় ৪৮ হাজার কর্মী। ব্লুমবার্গের একটি প্রতিবেদনে জানানো হয়, শনিবার থেকে অফিসে প্রবেশের এ নতুন বিধিনিষেধ কার্যকর হওয়ায় এ ঝুঁকিতে পড়েছেন টিকা না নেওয়া কর্মীরা।

সিঙ্গাপুর কর্তৃপক্ষ এতদিন টিকা না নেওয়া থাকলেও কোভিড নেগেটিভ সনদধারী কর্মীদের কর্মস্থলে প্রবেশের সুযোগ ছিল। সরকারের জারি করা নতুন আদেশে এই সুবিধাটি বাতিল করা হয়েছে।

সিঙ্গাপুরে টিকা গ্রহণের হার সবচেয়ে বেশি। শুরু থেকেই টিকা না নেওয়া নাগরিকদের ক্ষেত্রে কঠোর অবস্থানে ছিল দেশটির সরকার। টিকা না নেওয়া ব্যক্তিদের রেস্টুরেন্ট,শপিংমল বা পর্যটন স্পটগুলোতে প্রবেশ নিষিদ্ধ।সিঙ্গাপুর কর্তৃপক্ষ এরই মাঝে ‘ওয়ার্ক ফ্রম হোম’ নীতি বাদ দিয়ে কর্মক্ষেত্রেগুলো খুলে দেওয়ার পথে হাঁটতে শুরু করেছে ।

২ জানুয়ারি পর্যন্ত সিঙ্গাপুরের প্রায় ৪৮ হাজার কর্মী টিকা গ্রহন করেনি। যা দেশটির মোট শ্রমশক্তির মাত্র দুই শতাংশ। বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে দেশটির সরকার। সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় সচিব রাহায়ু মাহজাম বলেছেন , যদি এই ৪৮ কর্মীর হাজারের সবাই যদি কোভিড আক্রান্ত হন, তবে তা সত্যিই আমাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় গুরুতর প্রভাব ফেলবে।

মিনিস্ট্রি অফ ম্যানপাওয়ার জানিয়েছে, নিয়োগদাতারা টিকা না নেওয়া কর্মীদের বাড়ি থেকে করার সুযোগ করে দিতে পারেন, তাদের বিনাবেতনে ছুটিতে রাখতে পারবেন অথবা কর্মীরা কর্মক্ষেত্রের বাইরে চুক্তিবদ্ধ কাজ করতে না পারলে তাদের বরখাস্তও করতে পারবেন।

এ সম্পর্কিত আরও খবর