খাসোগি হত্যা: বসকে বলো ‘হত্যা মিশন’ সম্পন্ন 

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক,বার্তা২৪.কম | 2023-08-28 13:44:01

সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করার পরেই এক ফোন কলে ‘বসকে’ খবরটি দিতে বলেন হত্যার সঙ্গে জড়িতদের একজন। 

সম্প্রতি তদন্তদকারীদের উদ্ধারকৃত রেকর্ডিংয়ের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।

সৌদি কনস্যুলেটে খাসোগির হত্যা নিয়ে তদন্ত করছে তুরস্ক গোয়েন্দাসংস্থা।

তদন্তে আগেই বেরিয়ে আসে হত্যাটি সম্পন্ন করতে সৌদি আরব সরকারের উচ্চ মহল থেকে তিন স্তরের কিলিং স্কোয়াড পাঠানো হয়েছে।

সম্প্রতি তদন্তকারীরা উদ্ধার করে খাসোগি হত্যার সময়কার রেকর্ডিং টেপ। রেকর্ডিংয়ে কিলিং স্কোয়াডের একজন সদস্য হত্যা সম্পন্ন হওয়ার পর সৌদি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলে, ‘তোমার বসকে বল আমাদের মিশন সম্পন্ন হয়েছে’।

তবে নিউ ইয়র্ক টাইমস দাবি এখানে ফোন কলের একপাশে মাহের আবদুল আজিজ মুরতেব ছিল। মুরতেব সাংবাদিক হত্যার পেছনের অন্যতম কারিগর। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ঘনিষ্ঠজনদের মধ্যেও অন্যতম মুরতেব।

কিন্তু এই ফোন কলে ‘বস’ বলতে কাকে বোঝানো হয়েছে? যে বস এই হত্যা সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। তবে মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করে এখানে ‘বস’ বলতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ইঙ্গিত করেছে।

এ সম্পর্কিত আরও খবর