জার্মানিতে বাংলাদেশ শিল্পী সাংস্কৃতিক সংগঠনের অভিষেক

ইউরোপ, আন্তর্জাতিক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 00:04:34

প্রবাসে সুস্থ, সুন্দর বাংলা সংস্কৃতির চর্চা এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে সুন্দর বাংলা সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে গড়ে উঠেছে বাংলাদেশ শিল্পী  সাংস্কৃতিক সংগঠন জার্মানি।

মঙ্গলবার (১৪ নভেম্বর) মনোমুগ্ধকর এক অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দিয়ে আত্মপ্রকাশ করে সংগঠনটি।  

সংগঠনটির অভিষেকে উপলক্ষে জার্মানির টাম শহরের একটি মিলনায়তনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বর্ণিল আয়োজনে এ অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে জার্মানিতে বসবাসকারী বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি এতে অংশগ্রহণ করেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের পর জাতীয় সংগীতের পরিবেশন করা হয়। যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন শিল্পী কনা ইসলাম , তাহমিনা ফেরদৌসী।

অনুষ্ঠানে শুভচ্ছো বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও জার্মান বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি  ইউনুস আলী খান, শেষ ঠিকানা সংগঠনের সভাপতি আবু সেলিম, প্রফেসর চৌধুরী আমির আলী, মুজিবুর রহমান, সেলিম খান, কবুল জামান প্রমুখ।

এছাড়া সংগঠনের সিনিয়র সদস্য মিজানুর রহমান, আসমা খানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিশু কিশোরদের অংশগ্রহণ ছিলো লক্ষনীয় এবং তাদের মনোমুগ্ধকর গান নাচ ছিলো মনমাতানো।

আয়োজকেরা জানান, সূদুর প্রবাসে থেকেও বাংলা সংস্কৃতির প্রতি প্রবল ভালোবাসায় তারা এ সংগঠনটি গড়ে তুলেছে। সুস্থ ও সুন্দর বাংলা সংস্কৃতির চর্চা নবীন-প্রবীণ সবার কাছে ছড়িয়ে দিতে তারা বদ্ধ পরিকর।

অনুষ্ঠানের সার্বিক তত্ববধানে ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য বদিরুল ইসলাম।  

এ সম্পর্কিত আরও খবর