যেকোনো মুহূর্তে ইউক্রেনে আগ্রাসন চালাতে পারে রাশিয়া: যুক্তরাষ্ট্র

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 21:49:31

ইউক্রেন নিয়ে উত্তেজনার মুখে মার্কিন যুক্তরাষ্ট্র মঙ্গলবার এক হুঁশিয়ারি বার্তা দিয়েছে যে, রাশিয়া যে কোনও সময় ইউক্রেনে আক্রমণ চালাতে পারে। 

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কূটনীতিকদের মধ্যে অনুষ্ঠিতব্য বৈঠককে সামনে রেখে হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি মঙাগলবার (১৮ জানুয়ারি) এমন তথ্য জানিয়েছেন বলে ​হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়।

জেন সাকি বলেন, আমরা এমন একটা পর্যায়ে আছি যেখানে রাশিয়া যেকোনো মুহূর্তে ইউক্রেনে আক্রমণ শুরু করতে পারে।

পাশাপাশি মস্কোর দিকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি ছুড়তেও ভুল করেননি হোয়াইট হাউস কর্তা। তিনি বলেন, সত্যিই যদি রাশিয়া এই ভুল কাজটি করে ফেলে, তাহলে পরিণতির জন্য তৈরি থাকতে হবে তাদের। আমরা এখনও রাশিয়াকে গণতান্ত্রিক পথ ধরার আবেদন করে যাব। 

এই পরিস্থিতিতে চলতি সপ্তাহেই জেনেভায় মুখোমুখি বসতে চলেছেন ব্লিঙ্কেন ও সের্গেই লাভরভ। সেই বৈঠকের আগেই কি মস্কো হামলা চালাবে? সেটাই এখন বড় প্রশ্ন। 

উল্লেখ্য, সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েনে ইউক্রেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। যদিও মস্কো বারবার হামলার পরিকল্পনার কথা অস্বীকার করেছে।

এ সম্পর্কিত আরও খবর