ফের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা শুরু করতে পারে উ.কোরিয়া

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক,বার্তা২৪.কম | 2023-08-23 01:41:08

উত্তর কোরিয়া ইঙ্গিত দিয়েছে তারা তাদের পরমাণু ও দূর-পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ফের শুরু করতে পারে।

যুক্তরাষ্ট্রের সাথে একটি ‘দীর্ঘ মেয়াদি যুদ্ধ মোকাবিলার’ জন্য উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জন উন আয়োজিত বৈঠকের পর পিয়ংইয়ং এমন ইঙ্গিত দেয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপ।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানায়, দলের সেন্ট্রাল কমিটির পলিটিক্যাল লব্যুরোর বৈঠকে এ ব্যাপারে ফের কাজ শুরু করার সকল কার্যক্রম দ্রুত যাচাই বাছাই করতে সংশ্লিষ্ট খাতকে দিকনির্দেশনা দেয়া হয়েছে।এক্ষেত্রে পিয়ং ইয়ংয়ের পরমাণু ও আইসিবিএম কর্মসূচির কথা উল্লেখ করা হয় বলে ধারণা করা হচ্ছে।

কেসিএনএ জানায়, ‘যুক্তরাষ্ট্রের শত্রুতাপূর্ণ নীতি ও সামরি কহুমকি একটি ঝুঁকিপূর্ণ সীমায় পৌঁছেছে যা আর উপেক্ষা করা যাবে না।’

এ সম্পর্কিত আরও খবর