ইউক্রেন ইস্যুতে জার্মান নৌ প্রধানের পদত্যাগ

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 22:54:48

ইউক্রেন নিয়ে বিতর্কিত মন্তব্যের ঘটনায় জার্মান নৌ প্রধান কে-আচিম শনবাখ পদত্যাগ করেছেন। রোববার (২৩ জানুয়ারি) তিনি তার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানান।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে রাশিয়া আক্রমণ করবে এমন ধারণাকে ‘ননসেন্স’ বলে মন্তব্য করেছিলেন তিনি।

শনবাখ তার বক্তব্যে বলেন, পুতিনকে পশ্চিমাদের সমপর্যায়ের বলে পরিগণিত করতে হবে। তিনি পশ্চিমাদের মতো যে সম্মানের দাবি রাখেন তাকে সেই সম্মান দেওয়া খুব সহজ।

তিনি আরও বলেন, ২০১৪ সালে ক্রিমিয়ান উপদ্বীপ ছেড়ে রাশিয়া চলে গেছে এবং আর কখনোই তারা সেখানে ফিরবে না।

অন্যদিকে ন্যাটো ইউক্রেন সীমান্তে রাশিয়ার লাখ খানেক সেনার উপস্থিতির বিষয়ে সতর্ক করে জানিয়েছে, ইউরোপে রক্তক্ষয়ী সংঘর্ষের ঝুঁকি রয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশ ইউক্রেনে অস্ত্র সরবরাহ করলেও জার্মানি ইউক্রেনে গোলাবারুদ পাঠানোর অনুরোধ প্রত্যাখ্যান করেছে।

এ সম্পর্কিত আরও খবর