বেইজিং অলিম্পিক বয়কটের আহ্বান তুর্কি উইঘুর মুসলিমদের

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 08:08:27

উইঘুর মুসলিম সংখ্যালঘুদের ওপর নির্যাতনের জন্য চীনের বেইজিংয়ে ২০২২ সালে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিক বয়কটের আহ্বান জানিয়েছে তুর্কি উইঘুর মুসলিমরা।

রোববার (২৩ জানুয়ারি) তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে বিক্ষোভ করেছে চীনের উইঘুরের কয়েক ডজন মানুষ। এসময় তারা এ আহ্বান জানান। খবর রয়র্টাসসের।

বিক্ষোভকারীরা শহরের তুর্কি অলিম্পিক কমিটির ভবনের বাইরে পূর্ব তুর্কিস্তানের স্বাধীনতা আন্দোলনের নীল-সাদা পতাকা নিয়ে জড়ো হয়েছিলো।

এসময় বিক্ষোভকারীরা স্লোগান দেয়, চীন গণহত্যা বন্ধ করো, চীন শিবির বন্ধ করো। অনেকে গণহত্যার অলিম্পিক বন্ধ করুন লেখা ব্যানারও বহন করছিলো।

চীনা কর্তৃপক্ষের বিরুদ্ধে ২০১৬ সাল থেকে প্রায় এক মিলিয়ন উইঘুর এবং অন্যান্য প্রাথমিকভাবে মুসলিম সংখ্যালঘুদের ক্যাম্পে আটক করে জোরপূর্বক শ্রমের সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর