বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট আটক

আফ্রিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 13:44:14

বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোরকে বিদ্রোহকারী সৈন্যরা আটক করেছে।

দেশটির নিরাপত্তা বাহিনীর দুই কর্মকর্তা এবং পশ্চিম আফ্রিকার একজন কূটনীতিকের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে সোমবার (২৪ জানুয়ারি) তাকে আটক করা হয়।

এর আগে, রোববার (২৩ জানুয়ারি) রাতে রাজধানী ওয়াগাদুগুতে প্রেসিডেন্ট প্রাসাদের চারপাশে গোলাগুলির ঘটনা ঘটেছে। এরমধ্যেই প্রেসিডেন্টের আটক হওয়ার এই খবর এল।

রাতের ওই হামলায় এখন পর্যন্ত কোনো হতাহত না হলেও অভ্যুত্থানের চেষ্টা নাকচ করেছে দেশটির সরকার। সবচেয়ে বেশি গোলাগুলি হয়েছে লামিজানা ঘাঁটিতে। সেখানে সেনাপ্রধানের বাসভবন ও একটি কারাগার রয়েছে।

২০১৫ সালে অভ্যুত্থান চেষ্টায় ব্যর্থ সেনাদের রাখা হয়েছে এই কারাগারে।

দেশটির বেশ কিছু গণমাধ্যম জানিয়েছে, বিদ্রোহী সৈন্যরা দেশটির প্রেসিডেন্টকে একটি সামরিক ক্যাম্পে আটক করেছে। ওই সৈন্যরা দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের সদর দফতরও ঘিরে রেখেছে।

এ সম্পর্কিত আরও খবর