‘রাশিয়া আগে কখনও দেখেনি এমন নিষেধাজ্ঞা দেওয়া হবে’

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 01:25:47

ইউক্রেন আক্রমণ করলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার ওপর এমন নিষেধাজ্ঞা দিবে যা দেশটি আগে কখনও দেখেনি। সোমবার (২৪ জানুয়ারি) জোটের সদস্য ডেনমার্ক এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা বলছেন, তারা ঐক্যবদ্ধভাবে এবিষয়ে মস্কোকে একটি সতর্কবার্তা পাঠাবেন।

রাশিয়া ইউক্রেনের সীমান্তের কাছে সেনা মোতায়েন করার পর থেকে পূর্ব-পশ্চিম উত্তেজনা বেড়েছে। পশ্চিমা দেশগুলো আশঙ্কা করছে মস্কো আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। তবে, রাশিয়া বরাবরই এ ধরনের পরিকল্পনা কথা অস্বীকার করে আসছে।

২৭ জাতির শক্তিশালী জোট হলেও বিভিন্ন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর ভিন্ন ভিন্ন স্বার্থ রয়েছে। এই স্বার্থের সংঘাত একটি যৌথ জোটবদ্ধ অবস্থানে সম্মত হওয়ার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে জোটের মন্ত্রীরা বলেছেন, ঐক্য খুঁজে বের করা জরুরি।

ব্রাসেলসে নিয়মিত আলোচনার জন্য জড়ো হওয়া মন্ত্রীদের সঙ্গে আলাপকালে এ নিয়ে কথা বলেন লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিলিয়াস ল্যান্ডসবার্গিস। তিনি বলেন, রাশিয়ার কৌশল জেনে, আমি নিশ্চিত যে তাদের লক্ষ্যগুলির মধ্যে একটি হল পশ্চিমকে বিভক্ত করা। এটি এমন একটি বিজয় যা আমরা রাশিয়ানদের দিতে পারি না।

ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জেপ্পে কফোড সাংবাদিকদের বলেছেন, রাশিয়া যদি আবার ইউক্রেন আক্রমণ করে তাহলে আমরা ব্যাপক, আগে কখনো দেখা যায়নি এমন নিষেধাজ্ঞা আরোপ করে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছি। এতে কোনও সন্দেহ নেই।

তবে, কোন কোন খাতকে টার্গেট করা হবে তা তিনি বলতে রাজি হননি।

এ সম্পর্কিত আরও খবর