লম্বা বৈঠক শেষে রাশিয়া-ইউক্রেনের সমঝোতা

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 05:37:42

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, রাশিয়া এবং ইউক্রেন অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে। প্যারিসে টানা আট ঘণ্টার বৈঠকে এ সমঝোতায় সাক্ষর করেন রাশিয়া ও ইউক্রেন। এই দুই গোষ্ঠী ছাড়াও বৈঠকে ছিল জার্মানি।

নাম প্রকাশে অনিচ্ছুক ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোরে ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, অনেক চেষ্টার পর উভয়পক্ষ বৈঠকে বসতে রাজি হয় এবং অস্ত্রবিরতি প্রস্তাবকে সমর্থন করে। দুই দেশ যৌথভাবে অস্ত্রবিরতি প্রস্তাবে সই করেছে, যেখানে বলা হয়েছে, ‘উভয়ে বিনা শর্তে অস্ত্রবিরতি প্রস্তাবে সই করছে। উত্তেজনা প্রশমনে দু সপ্তাহ বাদে আবার তারা জার্মানিতে বৈঠক করবে।’

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুসারে, প্যারিসে রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করেন দিমিত্রি কোজ্যাক। তবে ন্যাটো গোষ্ঠী থেকে ইউক্রেনকে বাদ দেওয়ার প্রস্তাব আমেরিকা খারিজ করে দিয়েছে।

রাশিয়া ইউক্রেনের ওপর হামলা চালাতে পারে বলে খবর পায় পেন্টাগন। সেটা প্রেসিডেন্ট বাইডেনকে জানিয়েও দেওয়া হয়। প্রেসিডেন্ট বাইডেন রাশিয়াকে সাফ জানিয়ে দেয়, ইউক্রেন দখলের চেষ্টা করলে তার মাশুল গুনতে হবে।

পরিস্থিতি হাতের বাইরে যেতে পারে অনুমান করে প্যারিস রাশিয়া এবং ইউক্রেনকে আলোচনার টেবিলে আনার আপ্রাণ চেষ্টা করে। অবশেষে দুই পক্ষ বৈঠকে বসে সমঝোতাপত্রে সই করায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে আন্তর্জাতিকমহল।

গত ৩০ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট পুতিনের মধ্যে ফোনে কথা হয়। সেই সময় তারা ইউক্রেন নিয়ে কথা বলার সময়ই আচমকাই পরিস্থিতি ঘুরে গিয়েছিল।

এ সম্পর্কিত আরও খবর