করোনা আক্রান্তের সংস্পর্শে আসায় আইসোলেশনে ট্রুডো

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 20:51:44

করোনাভাইরাসে আক্রান্তের সংস্পর্শে আসায় পাঁচদিনের জন্য আইসোলেশনে গেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

তিনি জানান, বুধবার তিনি করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছেন এটা জানতে পারেন। যদিও তার র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে। তিনি বাড়িতে অবস্থান করছেন সেই সঙ্গে স্বাস্থ্যবিধি অনুসরণ করছেন।

তিনি বলেন, ‘আমি ভালো অনুভব করছি এবং বাড়িতে থেকে কাজ করছি’। টুইট বার্তায় তিনি আরও যোগ করেন -‘সবাই সুস্থ থাকুন এবং ভ্যাকসিন নিন।’

তবে কানাডার প্রধানমন্ত্রী কীভাবে তিনি কোভিড-১৯-এর সংস্পর্শে এসেছেন সে বিষয়টি জানাননি।

এদিকে ট্রুডো আইসোলেশনে যাওয়ায় সোমবার হাউস অফ কমন্সে শারীরিকভাবে উপস্থিত থাকছেন না।

এ সম্পর্কিত আরও খবর