বাগদাদ বিমানবন্দরে ৩ রকেট হামলা

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 02:33:16

শুক্রবার (২৮ জানুয়ারি) ইরাকের রাজধানী বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দর প্রাঙ্গণে এবং মার্কিন বিমান ঘাঁটির কাছে তিনটি রকেট আঘাত হেনেছে। এতে একটি অব্যবহৃত বেসামরিক প্লেন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরাকি পুলিশের বরাত দিয়ে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদসংস্থা আল-জাজিরা।

ক্ষতিগ্রস্ত প্লেনটি ইরাকি এয়ারওয়েজ এক সময় ব্যবহার করলেও এখন তা অব্যবহৃত। এ হামলায় এখন পর‌্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর জানা যায়নি।

ইরাক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে, রকেটগুলি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে এলাকায় আঘাত করেছে, এতে একটি বেসামরিক প্লেন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত প্লেনটি ইরাক এয়ারওয়েজ এক সময় ব্যবহার করলেও এখন তা অব্যবহৃত বলেও জানান সূত্রটি।

ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, এ ঘটনায় অন্য কোন প্লেন চলাচলে বিঘ্ন ঘটেনি।

দুই ইরাকি নিরাপত্তা কর্মকর্তা জানান, এর আগে জানুয়ারির শুরুতে, বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে চারটি ক্ষেপণাস্ত্র হামলা হয়। যার তিনটি ক্ষেপণাস্ত্র দূতাবাসের পরিধির ভিতর ও অন্যটি একটি নিকটবর্তী আবাসিক কমপ্লেক্সে অবস্থিত একটি স্কুলে আঘাত করে। সেই হামলায় দুইজন আহত হয়।

ক্যাম্প ভিক্টরি নামে পরিচিত মার্কিন বিমান ঘাঁটিটি বাগদাদের বেসামরিক বিমানবন্দর চত্বরে অবস্থিত।

ইরাকে রকেট হামলার জন্য যুক্তরাষ্ট্র ও কিছু ইরাকি কর্মকর্তা ইরান সমর্থিত শিয়া গ্রুপগুলোকে দায়ী করে থাকে। এসব গ্রুপ ইরাকের মাটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির বিরোধিতা করে থাকে। সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে রকেট হামলার ঘটনা বেড়েছে।

এ সম্পর্কিত আরও খবর