সোমবার (৩১ জানুয়ারি) আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে যে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করেছে এবং ধ্বংস করেছে।
প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতে সফররত আছেন ইসরায়েলি প্রেসিডেন্ট ইসাক হেরজগ। এর মধ্যেই ইয়েমেন থেকে আমিরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ওই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা সম্ভব হয়েছে বলে জানানো হয়। খবর আল জাজিরার।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি জনবসতিহীন এলাকায় পড়েছে। তবে ক্ষেপণাস্ত্রটি দুবাইকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল কিনা সে বিষয়টি নিশ্চিত নয়।
আমিরাতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলা প্রতিহত করার পর উপসাগরীয় দেশগুলোর বিমান ট্রাফিক স্বাভাবিক আছে। বিমানের সব ফ্লাইট চলছে।
এর আগে গত ১৭ জানুয়ারি আবু ধাবিতে ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হয়। এর এক সপ্তাহ পরেই আরও একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
নিরাপত্তা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আমিরাতের ডি ফ্যাক্টো শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে হেরজগের আলোচনার মধ্যেই সোমবার হামলা চালানো হয়।
এর আগে ইসরায়েলি প্রথম প্রধানমন্ত্রী হিসেবে আমিরাতে সফর করেন নাফতালি বেনেট। তার ওই সফরের এক মাসের বেশি সময় পর ইসরায়েলের প্রেসিডেন্টের এই সফরের খবর সামনে এলো। ২০২০ সালের সেপ্টেম্বরে দুদেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকের চুক্তি হয়। তারপর থেকেই দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে নানা ধরনের পদক্ষেপ নিতে দেখা গেছে।
সূত্র- আল-জাজিরা