খাসোগির গায়েবি জানাযা

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 12:10:26

সৌদি আরবের মক্কা ও মদিনাতে সাংবাদিক জামাল খাসোগির গায়েবি জানাযার নামায অনুষ্ঠিত হয়। প্রায় ৪৫ দিন আগে খাসোগি নিহত হলেও লাশের সন্ধান এখনো মিলেনি। তাই তার সন্তানেরা স্ব-প্রণোদিত হয়ে এই গায়েবি জানাযার নামাজের আয়োজন করেন।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) খাসোগির ছেলে সালাহ খাসোগির উপস্থিতিতে মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদে নববীতে এ জানাযা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করে।

সারাবিশ্বের সকল মুসলিম অনুসারীর মৃত্যুর পর মৃতদেহ সামনে রেখেই জানাযার নামায পড়েই চিরশায়িত করা হয়। তবে প্রখ্যাত এই সাংবাদিকের লাশের সন্ধান না পাওয়ায় মরদেহের অনুপস্থিতিতে এই নামায পড়া হয়।

তবে লাশের অনুপস্থিতিতে খাসোগির জানাজা সম্পন্ন করলেও সাংবাদিক হত্যার ন্যায় বিচারের জন্য লড়ে যাবেন বলে জানান খাসোগির পরিবার।

মক্কা ও মদিনা ছাড়াও ইস্তানবুলেও ওয়াশিংটন পোস্টের এই কলামিস্টের শেষ প্রার্থনা হিসেবে গায়েবি জানাযার আয়োজন করে।

এদিকে ২ অক্টোবর তুরস্কের সৌদি কনস্যুলেটে প্রবেশের পর থেকে নিখোঁজ হন। এরপর তদন্তে উঠে আসে সৌদি সরকারি কর্মকর্তারা এই সাংবাদিককে হত্যা করে। এমনকি খাসোগির মরদেহকে এসিডে পুড়িয়ে দেওয়া হয় বলেও জানায় তদন্তকর্মীরা।

এ সম্পর্কিত আরও খবর