বাংলাদেশসহ ৮ দেশ থেকে গৃহকর্মী নেবে সৌদি আরব

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 15:42:36

শিগগিরই বাংলাদেশসহ বিশ্বের আটটি দেশ থেকে গৃহকর্মী নেওয়ার কার্যক্রম শুরু করতে যাচ্ছে সৌদি আরব।

দেশটির একজন কর্মকর্তার বরাত দিয়ে গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

আরবি সংবাদমাধ্যম আল ইকতিসাদিয়াহ'কে মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র সাদ আল হামিদ জানিয়েছেন, নতুন করে আট দেশ থেকে গৃহকর্মী নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে। এর আগে আরও ৮টি দেশকে এই অনুমতি দেওয়া হয়। এখন মোট ১৬টি দেশ থেকে গৃহশ্রমিক নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে।

নতুন করে সৌদিতে গৃহকর্মী নিয়োগের অনুমতি পাওয়া দেশগুলো হল- ফিলিপাইন, নাইজার, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, মৌরিতানিয়া, উগান্ডা, ইরিত্রিয়া, দক্ষিণ আফ্রিকা, মাদাগাস্কার, উজবেকিস্তান, কম্বোডিয়া, মালি এবং কেনিয়া।

সম্প্রতি সৌদি শ্রম কর্তৃপক্ষ দেশীয় শ্রমবাজার নিয়ন্ত্রণ করতে চাইছে। এই লক্ষ্যে শ্রমিকদের অধিকার এবং দায়িত্ব সম্পর্কে অবগত করা, ভিসা ইস্যু, নিয়োগের অনুরোধ, নিয়োগকর্তা ও কর্মীদের চুক্তিভিত্তিক সম্পর্কসহ বিভিন্ন ধরনের সেবার বিষয়ে জানানো হয়।

এ সম্পর্কিত আরও খবর