ইউক্রেন সংকট: পোল্যান্ড সফরে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 19:20:43

ইউক্রেনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পোল্যান্ড সফরে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) ব্রিটিশ প্রধানমন্ত্রী পোল্যান্ড সফর করবেন বলে জানিয়েছে পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বরিস জনসন ইউক্রেনের নিরাপত্তা ইস্যুতে পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা এবং প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকির সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী পোল্যান্ডে অবস্থানরত ব্রিটিশ সৈন্যদের সঙ্গেও দেখা করবেন।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস সোমবার বলেছেন, ব্রিটেন পোল্যান্ডে আরও ৩৫০ জন সেনাসদস্য পাঠাবে। গত বছর পোল্যান্ডে ১০০ সৈন্য পাঠিয়েছিল বেলারুশ সীমান্তে অভিবাসী সংকট নিরসনের জন্য।

এদিকে ইউরোপে সম্ভাব্য একটি যুদ্ধ ঠেকাতে মঙ্গলবার বার্লিনে মিলিত হয়েছেন জার্মান, ফরাসি ও পোলিশ নেতারা। বৈঠক থেকে রাশিয়াকে সামরিক হুমকি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন তারা। একইসঙ্গে ইউক্রেন সংকটের একটি কূটনৈতিক সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন তারা।

 

এ সম্পর্কিত আরও খবর