প্রিন্স চার্লস দ্বিতীয়বার করোনা পজিটিভ

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 23:25:37

সারা বিশ্বে করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রন ছড়িয়ে পড়ায় প্রভাব পড়েছে ব্রিটিশ রাজ পরিবারেও। ব্রিটেনের সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি আইসোলেশনে রয়েছেন।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, প্রিন্স চার্লস বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে করোনা আক্রান্তের পজিটিভ রেজাল্ট পেয়েছেন এবং উইনচেস্টারে একটি ভাস্কর্যের উন্মোচন অনুষ্ঠান স্থগিত করেছেন।

বুধবার প্রিন্স চার্লস এবং তাঁর স্ত্রী ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা ব্রিটিশ মিউজিয়ামের একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- চ্যান্সেলর ঋষি সুনাক, স্বরাষ্ট্র সচিব প্রীতি প্যাটেল এবং লিভারপুলের সাবেক ফুটবলার ইয়ান রাশ।

কেলারেন্স হাউস এক বিবৃতিতে জানায়, সরকার ও মেডিকেলের পরামর্শ অনুযায়ী প্রিন্স আইসোলেশনে রয়েছেন। তিনি করোনার তিনটি টিকা সম্পন্ন করেছিলেন। প্রিন্স অব চার্লস ভাস্কর্য উদ্বোধন অনুষ্ঠানে যেতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন। খুব দ্রুত তাঁর সফর পুনর্নিধারণ করবেন।

৭৩ বছর বয়সী প্রিন্স চার্লস ২০২০ সালের মার্চে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সে সময় তাঁর মৃদু উপসর্গ ছিল।

এ সম্পর্কিত আরও খবর