ক্যালিফোর্নিয়ার ধ্বংসস্তুপ পরিদর্শনে ট্রাম্প

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 01:07:16

ক্যালিফোর্নিয়ার ইতিহাস সৃষ্টিকারী দাবানল পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধ্বংসস্তুপ ও আহতদের দেখতে এসে দাবানলের এই আগ্রাসনকে ‘হৃদয় বিদারক’ বলেও উল্লেখ করেন ট্রাম্প।

রোববার (১৮ নভেম্বর) দাবানলে পুড়ে যাওয়া অঞ্চলটি পরিদর্শনে এসে অঞ্চলটির দুর্বল বন ব্যবস্থাপনাকেও দোষারোপ করেন ট্রাম্প।

পরিদর্শনে এসে ট্রাম্প জানান, ‘আমদের উদ্ধারকর্মীদের ভালোভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। এমনকি আমাদেকে পরিবেশকর্মীদের সাথেও কাজ করতে হবে। তবেই সবাই আশার আলো দেখবে।’

ক্যালিফোর্নিয়ার বন ব্যবস্থাপনার সমালোচনার পাশাপাশি প্রদেশটির এসব জায়গার দুর্বল ব্যবস্থাপনাকে শক্তিশালী করে গড়ার কথা বলেন তিনি।

এদিকে ৯ নভেম্বর ক্যালিফোর্নিয়ার থাউজেন্ড ওকসে ভয়ানক এই দাবানলের উৎপত্তি হয়। এক সপ্তাহেরও বেশি সময় ধরে তাণ্ডব চালিয়ে প্রদেশটির ১৪ হাজারের বেশি জায়গা পুড়িয়ে ছাই করে দেয়। এখন পর্যন্ত ৭১টি মরদেহ উদ্ধার করে উদ্ধারকর্মীরা। নিখোঁজের সংখ্যা হাজার ছাড়িয়েছে।

এ সম্পর্কিত আরও খবর