শরণার্থী শিবিরে হামলায় ৪০ জন নিহত

আফ্রিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা-২৪ | 2023-08-30 12:26:16

আফ্রিকান দেশ মধ্য আমেরিকান প্রজাতন্ত্রে ক্যাথলিক মিশন কর্তৃক পরিচালিত শরণার্থী শিবিরে হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন।

দেশটির রাজধানী বানগুই থেকে ৩০০ কিলোমিটার পূর্বে আলিনদাও শহরে হামলার ঘটনাটি ঘটে। রোববার (১৮ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করে।

প্রতিবেদনে আরও বলা হয়, বৃহস্পতিবার থেকে শরণার্থী শিবিরে হামলা শুরু হয়। তবে কে বা কারা এই হামলা করেছে এ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

হামলায় একটি চার্চ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এতে ৪০ জন নিহতের পাশাপাশি ১৫ জনের মত আহত হয়। শিবিরটিতে ২০ হাজারের বেশি শরণার্থী বসবাস করতেন। হামলায় হাজারো শরণার্থী শিবির ছেড়ে অন্যত্র আশ্রয় নেয় বলে জানায় জাতিসংঘ শান্তি রক্ষা মিশন এমআইএনইউএসসিএ।

হামলা সম্পর্কে এথিয়েন গোডেনাহা নামে দেশটির এক আঞ্চলিক আইনপ্রণেতা বলেন, ‘আমরা এ পর্যন্ত ৪২টি মরদেহের সন্ধান পেয়েছি। মরদেহের সন্ধানে এখনও আমরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছি। পুরো শরণার্থী শিবিরটি পুড়িয়ে দেওয়ায় অনেক মানুষ শিবির ছেড়ে পালিয়েছে।'

এ সম্পর্কিত আরও খবর