মেক্সিকোতে মুখ সেলাই করে বিক্ষোভ অভিবাসীদের

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক,বার্তা২৪.কম | 2023-08-29 01:52:55

মেক্সিকোর দক্ষিণ সীমান্তে বসবাসকারী এক ডজন অনথিভুক্ত অভিবাসী, মার্কিন সীমান্তের দিকে যাওয়ার অনুমতির চেয়ে দেশটির অভিবাসন কর্তৃপক্ষকে রাজি করতে নিজেদের মুখ সেলাই করে আটকে প্রতিবাদ করেছে। বুধবার(১৬ ফেব্রুয়ারি) রয়টার্সের প্রতিবেদন থেকে এই খবর পাওয়া যায়।

গুয়েতেমালার সীমান্ত শহর তাপাচুলায় এই নাটকীয় প্রতিবাদে অনেকে সন্তানসহ অংশ নিয়েছিলেন। দেশটি অবাধে ত্যাগ করতে কয়েক হাজার অভিবাসী কাগজপত্র জমা দেওয়া স্বর্তেও কোন ফলাফল না আসায় এই প্রতিবাদে নামেন লোকজন। একজন বিক্ষোভকারী জানান তিনি একমাসেরও বেশী সময় কাগজপত্র জমা দিয়েছে কিন্তু কোন ফল পান নি।

এই অভিবাসীদের অধিকাংশ মধ্য ও দক্ষিণ আমেরিকান। রয়টার্সের প্রকাশিত ছবিগুলোতে দেখা যায় অভিবাসীরা সূঁচ আর প্লাস্টিকের সুতা দিয়ে নিজেদের মুখ সেলাই করছে, মুখের কিছু অংশ তারা ফাঁকা রেখেছে পানীয় বা অন্যান্য তরল খাবার খাওয়ার জন্য। সেলাই থেকে বিন্দু বিন্দু রক্ত মুছে ফেলার জন্য তারা এলকোহল ব্যবহার করছে।

একজন বিক্ষোভকারি বলেন, ন্যাশনাল মাইগ্রেশন ইন্সটিটিউটের দৃষ্টি আকর্ষণের জন্য প্রতিবাদের উদ্দেশ্যে এই পথ বেছে নিয়েছে তারা। রক্তপাত দেখে, মানবতার খাতিরে তারা হয়ত অনুমতি দেবেন বলে তাদের আশা।

মেক্সিকোর মাইগ্রেশন এজেন্সি আইএনএম একটি গণবিজ্ঞপ্তিতে বলে, কর্তৃপক্ষের উপর চাপ প্রয়োগ করার জন্য এমন পদক্ষেপ উদ্বেগজনক।

মাইগ্রেশন এজেন্সি জানায়, তারা তাদের দক্ষিণ শহরের অফিস থেকে প্রতিদিন শতাধিক আবেদনপত্র গ্রহণ করে। যেগুলোর মধ্যে থেকে তারা শিশু, কিশোরী, প্রতিবন্ধী, গর্ভবতী, বয়স্কসহ বিভিন্ন দূর্বলগোষ্ঠীকে এই তালিকায় আগে রেখেছেন।

সম্প্রতি বছরগুলিতে দারিদ্রতা ও সহিংসতা থেকে পালিয়ে মেক্সিকোতে আসা অভিবাসীর সংখ্যা লাফিয়ে বাড়ছে।

এ সম্পর্কিত আরও খবর