রাশিয়া আগ্রাসনকে ন্যায্যাতা দিতে ‘মিথ্যা প্রচারণা’ চালাচ্ছে: ব্লিঙ্কেন

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 12:18:25

রাশিয়া অভিযোগ করেছে, পূর্ব ইউক্রেনে রাশিয়া সমর্থিত বিদ্রোহীদের ওপর গত ৪৮ ঘণ্টা ধরে গোলাবর্ষণ ও আগ্রাসন চালাচ্ছে দেশটির সামরিক বাহিনী।

তবে রাশিয়ার এমন অভিযোগকে ‘ইউক্রেনে আগ্রাসন চালানোর ন্যায্যাতা দিতে’ মিথ্যা প্রচারণার অপ্রচেষ্টার অংশ বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে ব্লিঙ্কেন বলেন, ‘গত ২৪ থেকে ৪৮ ঘণ্টায় যা ঘটেছে; এসব নিয়ে রাশিয়া মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে। রাশিয়া ইউক্রেনে হামলার অজুহাত খুঁজছে। তাদের মিথ্যা প্রচারণার জবাব দিতে হবে।

ইউক্রেনের ডনবাস অঞ্চলে ইউক্রেন সামরিক বাহিনী এবং রুশ সমর্থিত বিদ্রোহীরা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তারা বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া।

এর আগে মিউনিখ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ডনবাসের ঘটনা ‘খুবই উদ্বেগজনক’। সতর্ক করে দিয়ে তিনি বলেন, সেখানকার পরিস্থিতি বিপদজ্জনক মনে হচ্ছে।

এদিকে ইউক্রেনে রুশ হামলার আশঙ্কায় চলমান উত্তেজনার মধ্যে ক্ষেপণাস্ত্র মহড়া শুরু করার ঘোষণা দিয়েছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সশরীরে উপস্থিত থেকে এই মহড়া পরিদর্শন করবেন বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এ সম্পর্কিত আরও খবর