সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত অন্তত ১৩

আফ্রিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 13:03:31

মধ্য সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৯ ফেব্রুয়ারি) একটি রেস্তোরাঁয় স্থানীয় কর্মকর্তা ও রাজনীতিবিদদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

দেশটির পুলিশের মুখপাত্র ডিনি রোবেল আহমেদ বলেন, নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। বেলেডওয়েন শহরের এঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন। বোমা বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি সকালে হামলার পর আহতদের সরিয়ে নিতে সাহায্য করেন। স্থানীয় প্রবীণ অ্যাডেন ফারাহ বলেছেন, আমি সৈন্য ও বেসামরিক নাগরিকসহ সাতজনের মরদেহ দেখেছি। এবং ১০ জনেরও বেশি আহত হয়েছেন বলেও জানান তিনি।

সোমালি জঙ্গি গোষ্ঠি আল-শাবাব হামলার দায় স্বীকার করেছে। সরকারি লক্ষ্যবস্তু এবং বেসামরিক ব্যক্তিদের ওপর প্রায়শই হামলা চালায় এই জঙ্গি গোষ্ঠি।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হামলায় নিহতদের মধ্যে একজন চলমান সংসদীয় নির্বাচনের প্রার্থী ছিলেন, বাসিন্দারা জানিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর