রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন ইস্যুতে সৎ সংলাপের জন্য আমার দ্বার উন্মুক্ত।
স্থানীয় সময় বুধবার (২৩ ফেব্রুয়ারি) ডিফেন্ডার অব দ্য ফাদারল্যান্ড ডে উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
ভ্লাদিমির পুতিন বলেন, মস্কো এখনও ইউক্রেন নিয়ে পশ্চিমাদের সঙ্গে কূটনৈতিক সমাধান খুঁজতে প্রস্তুত। তবে রাশিয়ার স্বার্থ এবং তার নাগরিকদের নিরাপত্তা আলোচনায় প্রাধান্য দিতে হবে।
তিনি রাশিয়ান সশস্ত্র বাহিনীর যুদ্ধ প্রস্তুতির প্রশংসা করে বলেন, তিনি নিশ্চিত যে তারা (রুশ সামরিক বাহিনী) দেশের জাতীয় স্বার্থের জন্য লড়বে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সেনারা ইউক্রেনের সীমান্তের কাছাকাছি অবস্থান করছে। মার্কিন মহাকাশ প্রযুক্তি কোম্পানি ম্যাক্সার তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় পশ্চিম রাশিয়ায় বেশ কিছু নতুন সৈন্য এবং সরঞ্জাম স্থাপন করা হয়েছে। ইউক্রেন সীমান্তের কাছে বেলারুশের একটি বিমানঘাঁটিতে ১০০টিরও বেশি যানবাহন দেখা গেছে স্যাটালাইট চিত্রে।
মস্কোর স্থানীয় সময় গত সোমবার রাতে রুশ প্রেসিডেন্ট পুতিন পূর্ব ইউরোপের দুই অঞ্চল—দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন। পুতিন এ দুটি অঞ্চলকে স্বাধীনতার স্বীকৃতি দেওয়ার পর এর নিন্দা জানান বিশ্ব নেতৃবৃন্দ।