সড়কে যান চলাচল নেই। জনশূন্য রাস্তা-ঘাট। সামরিক পোশাক সজ্জিত সৈন্য বাহিনীর সদস্যদের আনা-গোনা। জোরদার রয়েছে সেনাবাহিনীর গাড়িগুলোর টহল।
বিবিসির প্রতিবেদনে, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ইউক্রেনের রাজধানী কিয়েভের এমন পরিবেশ দেখা গেছে।
একজন পর্যটক জানান, সরকারের বিমান হামলার সাইরেন সংকেত বাজানোর পরে তাদের হোটেল থেকে বের করে দেওয়া হয়। পরে তিনি স্যুটকেস নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন।
কিয়েভের রাস্তায় স্যুটকেসসহ অনেক মানুষকে হন্যে হয়ে ছুটতে দেখা গেছে। তারা নিজেরাও জানেন না তারা- কি করবেন। এ সময় নিজেদের গন্তব্য ঠিক করতে তারা এতটাই ব্যস্ত ছিলেন যে কোন ধরনের মন্তব্য করতে রাজি হননি।
কেউ কেউ বিবিসির প্রতিবেদককে জানিয়েছেন, তারা তাদের ফোনের সংযোগ পাচ্ছেন না।
দেখা গেছে, নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে সুপার মার্কেটগুলোতে মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে। এটিএম বুথে টাকা তোলার ভিড় দেখা গেছে।
রাশিয়ার সামরিক অভিযান ঘোষণার পর থেকেই কিয়েভের আন্ডারগ্রাউন্ড স্টেশনগুলোতে শহরের মানুষ আশ্রয় নিতে জড়ো হন। অনেকে বাসে করে শহর ছেড়ে যেতে উদ্যত হন। এছাড়া মহাসড়কে শহর ছাড়তে চাওয়া গাড়ির লম্বা লাইনও দেখা গেছে।