রাশিয়া ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 08:12:16

চলমান সংকট নিরসনের উপায় বের করতে ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য বেলারুশে একটি প্রতিনিধি দল পাঠাতে প্রস্তুত রয়েছে রাশিয়া।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বিষয়টি নিশ্চিত করেছেন।খবর- এপি।

তবে তার আগে ইউক্রেনকে একটা ‘নিরপেক্ষ অবস্থান’ ঘোষণা করতে হবে বলে জানান তিনি। তিনি বলেন, ওই নিরপেক্ষ অবস্থানের অন্তর্ভুক্ত থাকবে ‘বেসামরিকীকরণ’। 

দিমিত্রি’র বক্তব্যে এটা বোঝা যায়- ইউক্রেনের ন্যাটোতে যোগদানের বিষয়টি বাদ দিলেই রাশিয়া ইউক্রেনের সঙ্গে আলোচনায় অংশ নেবে।

ইউক্রেনের ন্যাটোতে যোগদানের বিষয়ে বারবার মস্কোর দাবি প্রত্যাখান করেছে পশ্চিমাদেশগুলো। পুতিন দাবি করেছেন, ইউক্রেনকে ন্যাটোর বাইরে রাখা নিয়ে ইউরোপ রাশিয়ার সঙ্গে কোন আলোচনায় বসতে চায়নি; এ কারণে দেশটিতে সামরিক অভিযান চালাতে প্ররোচিত হয়েছে রাশিয়া।

এদিকে আজ যুদ্ধ বন্ধ করার জন্য এক ভিডিও বার্তায় রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদামির জেলেনস্কি।

তিনি বলেছেন, কীভাবে বৈরিতার অবসান ঘটানো যায় এবং যুদ্ধ বন্ধ করা যায়, এ নিয়ে আগে বা পরে আমাদের সঙ্গে আলোচনায় বসতে হবে রাশিয়াকে। যত তাড়াতাড়ি এই আলোচনা শুরু হবে, রাশিয়ার ক্ষয়ক্ষতি তত কম হবে।

তিনি আরও বলেছেন, 'যতক্ষণ পর্যন্ত হামলা বন্ধ না হবে, আমরা আমাদের দেশ রক্ষায় লড়াই করে যাবো।

এ সম্পর্কিত আরও খবর