দেশের নাগরিকদের রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে আহ্বান ইউক্রেন সরকারের

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 01:11:49

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সেদেশের সব বয়সী জনগণকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) একটি টুইট বার্তায় এই আহ্বান জানানো হয়।

টুইট বার্তার বিবৃতিতে ইউক্রেনের সেনা কমান্ডার ইউরি গালুশকিনের স্বাক্ষর রয়েছে। সেখানে বলা হয়েছে, আজ ইউক্রেনের সব নাগরিককে দরকার।
আপনারা শুধু জন্ম পরিচয়পত্র ও পাসপোর্ট নিয়ে এসে সেনাবাহিনীতে যোগ দিন।

এদিকে ইউক্রেন সরকার স্থানীয়দের মোলোটভ ককটেল বানিয়ে সবাইকে প্রতিরোধ করার আহ্বান জানিয়েছে।

রাশিয়ার আক্রমণের প্রথম দিন ইউক্রেনে নিহত হয়েছে ১৩৭ জন। নিহতদের মধ্যে সামরিক ও বেসামরিক মানুষও রয়েছে। আহত হয়েছে আরও ৩১৬ জন।

এ সম্পর্কিত আরও খবর