কিয়েভে সোমবার সকাল পর্যন্ত কারফিউ জারি

, আন্তর্জাতিক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 18:27:16

ইউক্রেনের রাজধানী কিয়েভে শনিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত বিরতিহীন কারফিউ জারি করা হয়েছে। শনিবার শহরের মেয়র ভিটালি ক্লিটসকো এ ঘোষণা দিয়েছেন।

মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, যেসব নাগরিককে এসময় রাস্তায় দেখা যাবে, তাদের শত্রু পক্ষের অন্তর্ঘাতী বাহিনীর সদস্য হিসাবে বিবেচনা করা হবে।

এর আগে একটি ঘোষণায় জানানো হয় কারিফউ জারি থাকবে প্রতি দিন স্থানীয় সময় বিকেল পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত। পরে মেয়র বিবৃতিতে, রাজধানীর আরও কার্যকর প্রতিরক্ষা এবং বাসিন্দাদের নিরাপত্তার জন্য ২৬ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত পূর্ণকালীন কারফিউর ঘোষণা দেন।

এতে বলা হয়, কারফিউ বর্তমানে বলবৎ আছে, তা সোমবার স্থানীয় সময় সকাল আটটার আগে উঠবে না।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, ইউক্রেনের নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে রুশ সেনাবাহিনীর প্রধানকে সৈন্য অগ্রগতি স্থগিত করার নির্দেশ দিয়েছিলেন পুতিন। কিন্তু ইউক্রেনীয় পক্ষ আলোচনা প্রত্যাখ্যান করায় রুশ সেনারা পরিকল্পনা অনুসারে ফের অগ্রগতি শুরু হয়েছে। কিয়েভের খুব কাছাকাছি রয়েছে রুশ সৈন্যরা। এদিকে কিয়েভ এখনও ইউক্রেনের দখলে আছে জানিয়ে প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী।

এ সম্পর্কিত আরও খবর