ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ার বিশেষ বাহিনীর সেনাদের বীরত্বের প্রশংসা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার।
রোববার (২৭ ফেব্রুয়ারি) টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে পুতিন বলেন, দোনেৎস্ক ও লুহানস্কের জনগণের প্রজাতন্ত্রকে সহায়তার জন্য বিশেষ অভিযানে যারা বীরত্বের সঙ্গে সামরিক দায়িত্ব পালন করছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা।
গত সোমবার রুশ প্রেসিডেন্ট পুতিন পূর্ব ইউরোপের দুই অঞ্চল—দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন। পুতিন এ দুটি অঞ্চলকে স্বাধীনতার স্বীকৃতি দেওয়ার পর এর নিন্দা জানান বিশ্ব নেতৃবৃন্দ।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে রোববার (২৭ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং রাষ্ট্রপতি প্রশাসনসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি দল বেলারুশের শহর গোমেলে পৌঁছেছে।