বেলারুশে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে আলোচনায় বসতে সম্মত হয়েছে ইউক্রেন।
রোববার (২৭ ফেব্রুয়ারি) রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।
রাশিয়ান প্রতিনিধিদলের প্রধান ভ্লাদিমির মেডিনস্কি এক বিবৃতিতে বলেছেন, যেখানে আলোচনা হবে সেখানেই যাচ্ছে রাশিয়ার প্রতিনিধিদল।
ভ্লাদিমির মেডিনস্কির উদ্ধৃতি দিয়ে আরটি নিউজ জানিয়েছে, রাশিয়া ও ইউক্রেন উভয়ের সীমান্তের কাছাকাছি বেলারুশের গোমেল অঞ্চলে আলোচনার কথা নিশ্চিত করেছে কিয়েভ।
এর আগে, ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করতে বেলারুশে পৌঁছায় রুশ প্রতিনিধি দল। কিন্তু বেলারুশে আলোচনা করতে রাজি নয় বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
জেলেনস্কি টুইটবার্তায় বলেছিলেন, রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য বেলারুশের গোমেল শহরের পরিবর্তে পোলান্ডের ওয়ারশ, স্লোভাকিয়ার ব্রাতিস্লাভা, হাঙ্গেরির বুদাপেস্ট, তুরস্কের ইস্তাম্বুল কিংবা বাকুতে বৈঠকে করতে চান তিনি।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেনের সঙ্গে আলোচনা করতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং রাষ্ট্রপতি প্রশাসনসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি দল বেলারুশের শহর গোমেলে পৌঁছেছে।