রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে সম্মত হলেও ভূখণ্ডের এক ইঞ্চিও ছাড় দেব না বলে জানিয়েছে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার।
রোববার (২৭ ফেব্রুয়ারি) ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা রাশিয়ার সঙ্গে আলোচনায় বসে দেখি তারা কি বলতে চায়। যুদ্ধ এবং রাশিয়ার ক্রিয়াকলাপ সম্পর্কে আমরা কী মনে করি তা শুনতে ও বলতে সেখানে যাচ্ছি।
বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো জেলেনস্কিকে আশ্বস্ত করেছেন যে ইউক্রেনের বিরুদ্ধে কোন বেলারুশিয়ান সামরিক শক্তি ব্যবহার করা হবে না জানান তিনি।